ঝালকাঠি:ঝালকাঠির রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্রদের চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন চাল বঞ্চিত ভুক্তভোগী ইউনিয়নবাসী।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে চেয়ারম্যান-মেম্বাররা নিজেদের স্বজন ও প্রভাবশালী পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী রিনা বেগম, ফিরোজা বেগম, মোস্তাফিজুর রহমান মন্টু, সুলতানা আক্তার মনি, জেসমিন, শাহিনুর, পারভিন, আমির হোসেন, শেফালি, মালা বেগম, হাসি, রুহুল আমিন ফরাজী, পাখি আক্তার, মজিরন বেগম, বিউটি রানী, সিমা ও কহিনুর সহ অনেকে।বক্তারা অভিযোগ করে বলেন, সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হায়দার নিপু ও ২ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল জলিলসহ পরিষদের মেম্বাররা অর্থ...