পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আসন্ন পদক্ষেপগুলো ‘কিছু একটা করছে সেটি দেখানোর আকাঙ্ক্ষা’ থেকে অনুপ্রাণিত। তবে স্বীকৃতি দিলেও ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করবে না। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি এমনটাই বলেছেন।তিনি আল জাজিরাকে বলেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় জনগণের কাছ থেকেও তাদের (পশ্চিমা সরকার) ওপর কিছু করার জন্য চাপ বাড়ছে। এটি (ফিলিস্তিনকে স্বীকৃতির কথা) তাদের কিছু করার বা বলার ধরণ – তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়েই কিছু করেছে।’অধ্যাপক এলমাসরি আরও বলেন, এই দেশগুলো বাস্তবে পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে – এমন এক অনেক বিষয়ের কথা ভাবতে পারেন – যার মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করা, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, অথবা শান্তিরক্ষী বাহিনী বা নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানানো।তিনি...