রাজধানী ঢাকায় অবস্থিত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে যে সিদ্ধান্তকে আমরা ‘সমাধান’ মনে করছি সেই সিদ্ধান্তটি গ্রহণে তাড়াহুড়ার ছাপ রয়েছে। এটাই আমাদের দেশের সাধারণ প্রবণতা। কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমরা তড়িঘড়ি একটি উদ্যোগ গ্রহণ করি। এ ধরনের উদ্যোগে দৃশ্যমান সমস্যাটির সাময়িক উপশম হলেও বিদ্যমান পরিস্থিতিকে আরও জটিল এবং ক্ষেত্রবিশেষে অনিরাময়যোগ্য করে তোলে। দুঃখজনকভাবে বিষয়টিকে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ত্রিমুখি দ্বন্দ্ব হিসেবে দেখানো হচ্ছে। একটি সুস্থ পরিবেশে শিক্ষার উন্নয়নে এই তিনটি পক্ষ একযোগে কাজ করার কথা। কী কারণে তারা মুখোমুখি সেটি গভীরে গিয়ে অনুসন্ধান করা দরকার। শিক্ষার্থীদের দাবিকে উপলক্ষ করে অন্য কোনো পক্ষ স্বার্থ উদ্ধারে ক্রিয়াশীল কি না–সেটা বিবেচনায় নেওয়া দরকার। সুন্দর একটি সমাধান চাইলে আমাদের অ্যাডহক ব্যবস্থা এবং অনাবশ্যক দ্রুততার পথ থেকে সরে আসতে হবে।...