গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, যিনি এলাকায় ‘লেবু মাওলানা’ নামে সুপরিচিত। বিশেষ অতিথি ছিলেন- সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এই কার্যালয় থেকে ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা...