দোকানিকে জরিমানা করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ভিপি আজিজুল হককে একহাত নিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার কথায়, “ছাত্র রাজনীতিতে নির্বাচন হচ্ছে; কি নির্বাচন হচ্ছে, না হচ্ছে- আপনারা সব দেখছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি হয়েছেন, তাকে কি ম্যাজেস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটা অবৈধ দোকানপাট দেখছেন...। “অবৈধ দোকানপাট থাকতে পারে, কিন্তু সেটা জরিমানা করার ক্ষমতা কি ডাকসুর ভিপির আছে? তিনি সেটা জরিমানা করে সেটা আবার দিচ্ছেন পার্টির ফান্ডে।” রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে এ আলোচনা সভা আয়োজন করে ‘৭ নভেম্বর প্রজন্ম’। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি...