ভারত-পাকিস্তানের লড়াইটা ক্রিকেট দুনিয়ায় বহুল প্রতীক্ষিত একটি লড়াই। তবে দুই চিরপ্রতিদ্বন্দী দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাবটা মাঠের খেলায় পৌঁছে গেছে। যেখান থেকে শুরু ‘হ্যান্ডশেক’ কাণ্ড। নাটকীয় এক ঘটনার পর সকল অনিশ্চয়তা কাটিয়ে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার মাঠে গড়াতে চলেছে ভারত-পাকিস্তানের লড়াই। সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বিশেষ কিছু। এবারের লড়াইটা পুরনো গল্পে নতুন মোড়। ১৯৮৬ সালের এশিয়া কাপে ভারত খেলেনি, কারণ তারা শ্রীলঙ্কা সফরে যেতে চায়নি। ১৯৯০‑৯১ সালের এশিয়া কাপে পাকিস্তান অংশ নেয়নি ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বৈরিতাকে কেন্দ্র করে। চলতি এশিয়া কাপও ওই ধরনের ঘটনার সাক্ষী হতে পারতো, কিন্তু নাটকের মোড়টা ঘুরে গেছে। ঘটনার সূত্রপাত...