খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আসন্ন দূর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে রোববার একটি সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রিসোর্স সেন্টার কর্মকর্তা মো. মাইন উদ্দিন সভার সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তনয় তালুকদার, বিএনপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামীক শাসনতন্ত্রের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সভায় অংশ নেন পার্বত্য ভিক্ষু সংঘ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, হেডম্যান অ্যাসোসিয়েশন, ইউনিয়ন পরিষদ, জামে মসজিদ ও নাগরিক...