হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৫:৪১ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মানিকগঞ্জ:অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক শহীদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) তাকে দুই মাসের জন্য বরখাস্ত করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকালে ঝিটকা বাজারে নিজের কোচিং সেন্টারে বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন শহীদুল ইসলাম। এ সময় ওই শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্কের কথা স্বীকারও করেন তিনি। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সম্মানের পরিপন্থি বিভিন্ন অসামাজিক, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ...