ঢাকা:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্যে একটি জরিপের ৫৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা বিষয়টির সঙ্গে পরিচিত নন। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোট দিতে যাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন ৯৪ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং-এর ‘জনগণের নির্বাচন পালস সমীক্ষা, রাউন্ড ২’-এ এমন চিত্র উঠে এসেছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং সমীক্ষার প্রধান মো. রুবাইয়াত সরোয়ার জরিপের মূল ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে জানানো হয়, সমীক্ষাটি নির্বাচন সময়, নির্বাচনী পরিবেশ, আইন ও শৃঙ্খলা এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মক্ষমতাসহ বেশ কয়েকটি মূল ক্ষেত্রে জনগণের...