ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার হয়েছিল।আদালত দেশটির যথাযথ কর্তৃপক্ষকে আদেশ পাঠিয়েছে যাতে অর্থ ফেরত পাঠানো হয়। এখন সেই সাড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হেডকোয়ার্টারে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এ তথ্য জানান। মো. ছিবগাত উল্লাহ বলেন, প্রায় নয় বছর আগে, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ আদালত। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এই অর্থ পাচারে জড়িত ছিল। সিআইডির আবেদনের ভিত্তিতে এবং প্রাপ্ত তথ্য ও আলামতের আলোকে, ফিলিপাইন সরকারের সরবরাহকৃত...