নিজস্ব প্রতিবেদক: চলতি (২০২৫-২৬) শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে "শিক্ষা কোটা"–র আওতায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। হাইকোর্টের দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ১০ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে EQ-2 ক্যাটাগরির শিক্ষা কোটা সংক্রান্ত একটি ভর্তি নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়—মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ এবং শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এ কোটা প্রযোজ্য হবে। তবে এই কোটার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হলে আদালত এক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। সেই সিদ্ধান্ত মেনে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানানো...