মাঝেমধ্যেই অল্পবয়সী তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসা অস্কারজয়ী হলিউডি তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও বয়স নিয়ে নিজস্ব দর্শনের কথা জানিয়েছেন। ৫১ বছর বয়সী ডিক্যাপ্রিও বলেছেন, তার কাছে বয়সের ব্যবধানের বিষয়টি তেমন কোনো গুরুত্ব বহন করে না। টাইটানিক সিনেমার এই তারকা বলেছেন, তার কাছে মনে হয় তার বয়স মাত্র ৩২। ডিক্যাপ্রিও বলেন, “বয়স এমন একটা বিষয় যা আপনাকে সৎ হওয়ার বার্তা দেয় এবং সময় নষ্ট না করার জন্য তাগিদ দেয়। এছাড়া আমি একটা ধারণা করে নিতে পারি আগামী দিনগুলো কেমন যেতে পারে।” দ্য গার্ডিয়ান লিখেছে, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ । প্রায় দুই দশক ধরে সিনেমাটি বানিয়েছেন অস্কারজয়ী নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটিকে ‘সমাজের আয়না’ বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও। তার...