বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। রোববার (২১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী রেজাউদ্দিন আহমেদকে অন্যকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। মহাপরিচালক হিসেবে শেখ রেজাউদ্দিন আহমেদের নিয়োগের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘এরইমধ্যে প্রজ্ঞাপন হয়েছে। তিনি জয়েন করবেন বলে শুনেছি। এখনও শিল্পকলায় আসেননি।’ এর আগে, গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। এবার সপ্তাহখানেকের মধ্যেই মহাপরিচালক পদে নতুন মুখ পেল শিল্পকলা একাডেমি। প্রসঙ্গত,...