নেটো জোটের ইস্টার্ন সেন্ট্রি মিশনের অংশ হিসেবে দুটি ব্রিটিশ যুদ্ধবিমান পোল্যান্ডের আকাশে চক্কর দিয়েছে বলে যুক্তরাজ্যের সরকার জানিয়েছে। নেটো বিমান প্রতিরক্ষা বাহিনীর হয়ে যুদ্ধবিমান দুটির এটি প্রথম উড়াল বলে জানিয়েছে তারা। চলতি মাসে রাশিয়ার ড্রোন নেটো সদস্য দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করার পর পশ্চিমা এই সামরিক জোটটি তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশের ওই ঘটনার পরপরই সোমবার যুক্তরাজ্য সরকার এই মিশনের ঘোষণা দেয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিবৃতিতে বলেছেন, “এই মিশন একটি পরিষ্কার সংকেত: নেটোর আকাশসীমা রক্ষা করা হবে।” ওই বিবৃতির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর দুটি টাইফুন যুদ্ধবিমান শুক্রবার রাতে পূর্ব ইংল্যান্ডের একটি সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে পোল্যান্ডের আকাশে টহল দিতে যায়। বিবৃতিতে হিলি বলেছেন, ড্রোনসহ আকাশপথে রাশিয়ার যে কোনো হুমকি...