প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আজ? যেখানেস এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি! দুই দলই ইউরোপীয় প্রতিযোগিতায় (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) দারুণ জয় নিয়ে ফিরছে। মিকেল আর্তেতার আর্সেনাল স্পেনে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে এসেছে, অন্যদিকে গার্দিওলার সিটি ঘরের মাঠে ন্যাপোলিকে হারিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল এ মৌসুমে শক্তিশালী সূচনা করেছে। চার ম্যাচে তিন জয় নিয়ে তারা টেবিলে লিভারপুলের ঠিক নিচে (দ্বিতীয় স্থানে) অবস্থান করছে। অন্যদিকে ম্যানসিটি শুরুর ধাক্কা সামলে এখন আবার দাপট দেখাতে শুরু করেছে। ন্যাপোলির বিপক্ষে ম্যাচের আগেই ম্যানইউকে তারা হারিয়েছে ৩-০ গোলে। এই ম্যাচটিকে তাই মৌসুমের শুরুতেই শিরোপা লড়াইয়ের টোন সেট করে দেওয়ার মতো দ্বন্দ্ব হিসেবে দেখা হচ্ছে। সুতরাং সবার নজর এখন আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ লড়াইয়ে। শুধু দুই শীর্ষ দলের মুখোমুখি লড়াই নয়,...