নিজস্ব প্রতিবেদক: চলতি বছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ১,২০০ টন ইলিশ মাছ পাঠানোর অনুমতি দিয়েছে সরকার। তবে এই রপ্তানি প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলের চারটি লাইসেন্স ব্যবহার করে ইলিশ পাঠানোর খবর আলোচনার জন্ম দিয়েছে। তিনি বর্তমানে বিদেশে পলাতক থাকা সত্ত্বেও তার লাইসেন্স ব্যবহার করে প্রায় ২,০০০ কেজি ইলিশ মাছ কলকাতায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর টুটুল কলকাতা পালিয়ে যান। তবে সেখান থেকেই তিনি বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। খোঁজ নিয়ে আরও জানা গেছে, সাদিক আব্দুল্লাহর সময়ে বরিশালের দ্বিতীয় মেয়র হিসেবে পরিচিত টুটুল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। নগরীর হাট, ঘাট, বাজার, বাসস্ট্যান্ডসহ সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। এসব স্থাপনার ইজারাদারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাদিক...