বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ বিকেলে বিসিবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবর্তিত পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। এর আগে বিসিবির প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত তফসিলে ৪ অক্টোবর নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছিল। একনজরে বিসিবি নির্বাচনের নতুন তফসিল২২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭টা – ভোটার তালিকা প্রকাশ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত – আপত্তির উপর শুনানী২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ২৬-২৭ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ২৮ সেপ্টেম্বর – মনোনয়নপত্র দাখিল২৯ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও তালিকা প্রকাশ৩০ সেপ্টেম্বর – আপিল ও শুনানি১ অক্টোবর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ...