পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন বেড়া উপজেলার বাসিন্দারা। পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেড়া উপজেলার কয়েকশত মানুষ ব্যানার ফেসটুন নিয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।আরো পড়ুন:বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিটকুমিল্লার ৪টি আসনের সীমানায় বড় পরিবর্তন এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ...