বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। দেশে আসার জন্য তিনি প্রস্ততি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছি।’ আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আহমেদ আযম খান বলেন, ‘কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়, আমরা দেশকে যেভাবে এগিয়ে নিতে চাই, যেভাবে দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদরা সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই সেখানে কতিপয় দল বাধা হয়ে দাঁড়াচ্ছে।’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘এই দেশের অর্ধেক হচ্ছে...