বৃষ্টির কারণে স্থগিত হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আবারো মাঠে ফিরছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। সব ম্যাচ হবে সিলেটে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। ১৬ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল আসরটি। রাজশাহী ও বগুড়ায় চার ম্যাচের তিনটিই পরিত্যক্ত হওয়ার পর স্থগিত করে দেওয়া হয়েছিল টুর্নামেন্টটির দ্বিতীয় আসর।আরো পড়ুন:সুপার ফোরে আজ ‘ভারত-পাকিস্তান’ সুপার ক্লাসিকোশ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত সূচনা শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত সূচনা রাজশাহী ও বগুড়ার মাঠগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থায় সমস্যা থাকায় ঝুঁকি নিয়ে বাকি ম্যাচগুলো সেখানে আয়োজন করা হচ্ছে না। প্রথম দুই দিনের ভেসে যাওয়া তিনটি ম্যাচ আর হবে না। ওই ম্যাচগুলোর পয়েন্ট দুই দলের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে। টুর্নামেন্ট আবার শুরু হবে...