কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সাগরে ট্রলার যোগে পাচারকালে বিপুল পরিমাণ চোরাইপণ্যসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। পাচারকারিদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছে বলে জানান তিনি। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা চোরাইপণ্যের বিনিময়ে পাচারকারিরা মিয়ানমার থেকে ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্যের চালান নিয়ে আসার কথা ছিল। কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সিয়াম উল হক বলেন, শনিবার বিকালে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সাগর এলাকা দিয়ে সংঘবদ্ধ একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদসহ অন্যান্য মাদকদ্রব্যের চালান পাচারের খবর পায় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের একটি দল অভিযান...