ডাচ পার্লামেন্টে নজিরবিহীন রাজনৈতিক প্রতিবাদের ঘটনা ঘটেছে। পার্টি ফর দ্য অ্যানিম্যালস (PvdD) দলের নেত্রী এবং সংসদ সদস্য এস্থার ওউয়েহ্যান্ড বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাজেট বিতর্ক চলাকালীন ফিলিস্তিনি পতাকার রঙের পোশাক পরে উপস্থিত হওয়ায় বিতর্কের মুখে পড়েন। সংসদের স্পিকার মার্টিন বসমা সংসদে পোশাকের নিরপেক্ষতা রক্ষার অজুহাতে তাকে হাউস থেকে বের হয়ে যেতে বলেন। যদিও ডাচ পার্লামেন্টে নির্দিষ্ট কোনো পোশাক বিধি নেই, তবে স্পিকারের বিবেচনায় এই নিয়ম কার্যকর হয়, যা বিতর্কের জন্ম দেয়। ওউয়েহ্যান্ড তৎক্ষণাৎ প্রতিবাদ জানিয়ে বলেন, আমি কোনো নিয়ম ভাঙিনি। যদি আমি দোষী হই, তাহলে আমাকে জোর করে বের করুন। এরপর তিনি কক্ষ ত্যাগ করেন। কিছুক্ষণ পর তরমুজ প্রিন্টের পোশাক পরে তিনি ফেরেন যা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পোশাকে তিনি নির্বিঘ্নে তার বক্তব্য পেশ করেন। এই...