যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার মার্কিন বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে সমালোচকরা বলছেন, এ ধরনের ধারাবাহিক পদক্ষেপ, বিচার বিভাগের চিরাচরিত স্বাধীনতাকে ভেঙে দিচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাম’-কে (সম্ভবত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি) উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, দু’জনই ডেমোক্র্যাট, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শিফ ও জেমসের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা বন্ধকি আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন। অভিযোগ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক বিল পুল্ট। ট্রাম্প বলেন, ‘আমারা আর দেরী করতে পারি না, এটা আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে।’ এদিকে শুক্রবার ট্রাম্প...