ট্রাম্প কি আসলেই ৭ যুদ্ধ থামিয়েছেন, নাকি শুধুই গলাবাজি করছেন? এই প্রশ্ন এখন অনেকের মনে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি দাবি করেছেন, তিনি এ পর্যন্ত অন্তত সাতটি যুদ্ধ বন্ধ করেছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প যেসব সংঘাতের কথা বলছেন তা হলো— ইরান-ইসরায়েল, রুয়ান্ডা-কঙ্গো, আর্মেনিয়া-আজারবাইজান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, ভারত-পাকিস্তান, মিশর-ইথিওপিয়া এবং সার্বিয়া-কসোভো। চলুন জেনে নেওয়া যাক এসব দেশের মধ্যে কি আসলেই যুদ্ধ বন্ধ হয়েছে, আর হলেও তাতে ট্রাম্পের অবদান কী ছিল- গত জুনে ইসরায়েল যখন ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়, তখন ১২ দিনের সংঘাতে শতাধিক মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখলেও দুই দেশের দ্বন্দ্ব এখনো অমীমাংসিত। গত জুনে ওয়াশিংটনে বৈঠকের পর দুই দেশ শান্তিচুক্তিতে সই করে। কিন্তু...