২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘ ১৯৮১ সালে এ দিবসের সূচনা করেছিল বিশ্বব্যাপী যুদ্ধবিরতি ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে। উদ্দেশ্য ছিল এক সময় অস্ত্র থেমে যাবে, সংঘাতপীড়িত অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো যাবে, মানুষ বুঝতে পারবে শান্তির প্রকৃত সৌন্দর্য। কিন্তু বাস্তবতায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে, চার দশক পরে আমরা কি সত্যিই শান্তির কাছাকাছি এসেছি? নাকি যুদ্ধ, সহিংসতা আর বিভাজনের আরও গভীরে ডুবে গেছি? প্রকৃত অর্থে, শান্তি কেবল অস্ত্রবিরতি বা যুদ্ধহীনতার নাম নয়, বরং এটি একটি ন্যায়ভিত্তিক, মর্যাদাপূর্ণ ও মানবিক জীবনের অঙ্গীকার। শান্তি এমন এক মূল্যবোধ, যা মানুষের মৌলিক অধিকার, সমতা, সহনশীলতা এবং সামাজিক ন্যায়বিচার ছাড়া টিকে থাকতে পারে না। মানবাধিকারের মৌলিক নিশ্চয়তা ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা কখনই সম্ভব নয়। একটি সমাজে যদি নারীরা নির্যাতন বা সহিংসতার ভয়ে ঘর থেকে বের হতে না...