তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ প্রধান আলোচ্য বিষয় হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। রবিবার নিউ ইয়র্কের উদ্দেশে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে যাত্রার আগে এরদোয়ান সাংবাদিকদের বলেন, গাজায় চলমান নিপীড়ন আমি জাতিসংঘে তুলব। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তুরস্কের প্রচেষ্টার কথাও জানাব। এরদোয়ান বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন ভিন্নমাত্রা পাবে। অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমরা আশা করি এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান দ্রুত কার্যকর করতে সহায়তা করবে। তিনি বলেছেন, তুর্কি সাইপ্রাসের জনগণের অধিকার ও নিরাপত্তাও তার আলোচনায় থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অধিবেশনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে...