ভয়ংকর হতে শুরু করেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গতমাসের শেষের দিকে সংক্রমণের যে উচ্চমুখী প্রবণতা ছিল তা চলতি মাসেও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ১২ জনের। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে ছয়জন নারী, ছয়জন পুরুষ। এর মধ্যে পাঁচজনই বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, দক্ষিণ সিটিতে দু’জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে। এই নিয়ে এ বছর ১৭৯ জনের প্রাণ ঝরল ডেঙ্গুতে। রেকর্ড ছাড়িয়েছে ভর্তি রোগীতেও। ২৪ ঘণ্টায়...