চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের নাজির সাঁকো এলাকায় ক্ষুদ্র জেলে সম্প্রদায়ের আয়োজনে এবং এসডিআই ও কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত "ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স (CCR)" প্রকল্পের সহায়তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণসহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রান্তিক জেলে দলের সভাপতি রমনীমোহন জলদাস এবং সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজার, CCR প্রকল্প – বাদল রায় স্বাধীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন— সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকের হোসেন বিপুল, জাসাস নেতা মাস্টার আকবর হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, এসডিআই সমন্বয়কারী সমৃদ্ধি প্রকল্প সিরাজুদ্দৌলা, মনিটরিং ও ডকুমেন্টেশন কর্মকর্তা, স্মার্ট প্রকল্প – এনায়েত উল্ল্যাহ, প্রান্তিক জেলে দল...