বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিনকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একটু পর আমাদের এখানে আসবেন।” আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউদ্দিন স্টালিন বলেন, “শিল্পকলা একাডেমি তো আমাদের সংস্কৃতিচর্চার একটা বড় প্রতিষ্ঠান। আমরা চাই, বাংলাদেশের সংস্কৃতিচর্চাকে আরো উজ্জ্বল করতে। বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তাকে আরো উজ্জ্বল করার জন্য কাজ করব। কেবল তো দায়িত্ব নিলাম। এ বিষয়ে পরে আরো বিস্তারিত বলব।” গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর একই বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল...