শিমুল খান জানান, খুব শিগগিরই তিনি অভিনয়ের পাশাপাশি নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ এবং সেলিব্রেটি শো এর উপস্থাপনায় সরব হচ্ছেন।উল্লেখ্য, দূর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিমুল খান অভিনীত আরো একটি সিনেমা 'স্বপ্নে দেখা রাজকন্যা'। এ ছাড়া সেন্সর ছাড়পত্র পেরিয়ে মুক্তির অপেক্ষায় আছে রায়হান রাফির অমীমাংসিত, প্রিন্স এ আর এর ঈব্রাহিম, সায়েম জাফর ইমামীর রোমিও রংবাজ, বাপ্পি খানের সোলমেট এবং নবাগত নির্মাতা জাহিদ জুয়েলের আলোচিত সিনেমা পিনিক।নিউজজি/জেড উল্লেখ্য, দূর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শিমুল খান অভিনীত আরো...