ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে হবে কি না, সে সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে সরকারের অবস্থান ‘কম হওয়াই ভালো’ বলে তিনি মনে করেন। রোববার রাজধানীর ফার্মগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেখানে একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান নির্বাচনী জরিপের ফল প্রকাশ করে। ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এই জরিপের দ্বিতীয় দফার প্রথম পর্বের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, “পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়।” জরিপের ফলাফল উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশের প্রায় ৯৫ শতাংশ মানুষের ভোট দিতে চাওয়া মানে সামনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।” চলতি মাসের ২ তারিখ থেকে ১৫ সেপ্টেম্বর...