দেশের ব্যাংক খাতের দুর্বলতা মূলত গভর্ন্যান্সের অভাব থেকে উদ্ভূত, কেবল বহিরাগত অর্থনৈতিক আঘাত থেকে নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও পরিচালক ড. মো. মাঈন উদ্দিন। তিনি বলেন, এই খাতের সংস্কার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ঋণ সংক্রান্ত সিদ্ধান্তে বাইরের প্রভাব থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন (আইসিবিটি ২০২৫) সমাপ্তিতে তিনি এসব কথা বলেন। সভাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। এই সম্মেলনের আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন। অনুষ্ঠানে দেশের ব্যাংকিং খাতের করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কাঠামোর দুর্বলতা এবং সংস্কারের...