খুলনায় সরকারি কাজে বাধা প্রদানে উস্কানি দান ও দাঙ্গা-হাঙ্গামাসহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে বিএনপি নেতা গোলাম মোস্তফা ভুট্টোকে (৫৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর বাস্তহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম মোস্তফা ভুট্টো নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের পর গোলাম মোস্তফা ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তহারা এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর তৈমুর ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দানের উস্কানি প্রদান ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ...