নিজস্ব প্রতিবেদক: বিশ্ব গাড়িমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন—রাজধানীর যানজট, বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত করা এখন সময়ের দাবি। তারা বলেন, উন্নত দেশগুলোর বাসিন্দারা ব্যক্তিগত গাড়ি থাকলেও অফিস বা দৈনন্দিন যাতায়াতে গণপরিবহন, মেট্রোরেল ও সাইকেলের মতো পরিবেশবান্ধব মাধ্যম ব্যবহার করেন। বাংলাদেশেও এই সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ...