আমাদের একজন বদরুদ্দীন উমর ছিলেন, যিনি জীবনভর উজানপানে তরী বেয়ে সদ্য নিয়েছেন বিদায়। যে দেশে, যে সমাজে প্রশ্ন করাকে নিরুৎসাহিত করা হয় নানাভাবে; শির উঁচু করে কথা বলাকে মনে করা হয় ঔদ্ধত্য; মেরুদণ্ড সোজা থাকলে দাগিয়ে দেওয়া হয় ‘বেয়াদব’ ট্যাগে সেই সমাজ ও রাষ্ট্রে তিনি ছিলেন ‘চির উন্নত মম শির’র বিরল ব্যতিক্রমী উদাহরণ। বদরুদ্দীন উমর সারাজীবন প্রত্যাখ্যান করেছেন সকল প্রলোভন, পদ, পদক ও পুরস্কার। সবাই যখন চলতি হাওয়ার পথে হাঁটতে অতিমাত্রায় উৎসাহী তখনও তিনি হননি বিচ্যুত। অথচ এ দেশে বুদ্ধিজীবীমাত্রই দু’একজন ব্যতিক্রম বাদে, সকলেই শেয়ালের হুক্কা হুয়া রবে আহুত, কৃপা প্রার্থনায় আভূমি শায়িত। সেই দেশে সেই কালে জন্ম নিয়ে বদরুদ্দীন উমর প্রত্যাখ্যানের প্রজ্ঞা ও সাহসকে করে গেলেন উচ্চকিত ও মহিমান্বিত। সকলেই জানেন পুরস্কারের আড়ালে লুকিয়ে থাকে স্বার্থের চিন্তা এবং এ...