মহামারির কেন্দ্রস্থল থেকে কোভিড-১৯ প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ের তথ্য সংগ্রহের পর চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক চীনা সাংবাদিককে আরো চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার তাকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছে রয়টার্স। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, ৪২ বছর বয়সী ঝাং ঝানকে চীনে ‘বিবাদ তৈরি করা এবং ঝামেলা উস্কে দেওয়ার’ অভিযোগে সাজা দেওয়া হয়েছে। একই অভিযোগে ২০২০ সালের ডিসেম্বরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।আরো পড়ুন:রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি বাতেন, সেক্রেটারি ইমননির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি বাতেন, সেক্রেটারি ইমন নির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে মন্তব্য করেনি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেকজান্দ্রা বিয়েলাকোস্কা এক বিবৃতিতে বলেছেন, “তাকে বিশ্বব্যাপী একজন...