২০১৫ সাল। হিন্দি ‘বিগ বস’-এর আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানটি। সেই বছর সঞ্চালনায় ছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সঞ্চালনায় আসেন জিৎ। মাত্র তিন দিনেই হাঁপিয়ে উঠেছিলাম। আমি কারও বাথরুম পরিষ্কার করতে পারব না। গলা ছেড়ে ঝগড়া করতে পারব না। সারাক্ষণ পটের বিবি সেজেও থাকতে পারব না। ফলে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তিনি নেই—এমন কথাও ওঠে। চলতি বছরেই শুরু হবে ‘বাংলা বিগ বস’-এর শুটিং? তবে কেউ জানে না, কবে শুটিং শুরু হবে? চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল, এবারের পর্ব সঞ্চালনায় থাকবেন সৌরভ গাঙ্গুলী। অনুষ্ঠানে যোগ দিতে নাকি ডাক পেয়েছেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। পূজার আগে এ তালিকায় নতুন সংযোজন নাকি শ্রীলেখা মিত্র ও সৌরভ দাস। আরও পড়ুনআরও পড়ুনআগে মিমিদির মতো নিজেকে তৈরি করব, তারপরই...