সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভারত-পাকিস্তানসহ সাতটি যুদ্ধ থামিয়েছেন এবং এজন্য তার সাতটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ‘বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্র এমন কাজ করছে, যা আগে কখনো হয়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমি ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধ থামিয়েছি।’ তার দাবি, এসব যুদ্ধের ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের মাধ্যমে। ভারতের ক্ষেত্রে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েই যুদ্ধ থামিয়েছেন বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, অনেকে বলেন আমি যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে...