পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা সৈয়দ মুনসিফ আলীর কাছে বর্তমানে ব্যাংকটির ৮৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার রয়েছে যার মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন এই উদ্যোক্তা। আগামী ৩০ অক্টোবর মধ্যে ঘোষণাকৃত শেয়ার বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন এই উদ্যোক্তা। পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪। ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে...