এশিয়া কাপে পরপর দুইবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান। প্রতিবেশি দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন সুনিল গাভাস্কার। ভারতের ব্যাটিং গ্রেটের মতে, ‘বাধ্যতামূলক’ সংবাদ সম্মেলন না করা শাস্তি পাওয়ার মতো কাজ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। সেই সময় আলোচনার কেন্দ্রে ছিল ভারত ও পাকিস্তান ম্যাচের ‘করমর্দন কাণ্ড।’যা নিয়ে ক্ষুব্ধ ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুবাইয়ে রোববার সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। রীতি অনুযায়ী, আগের দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের কোচ বা খেলোয়াড়দের একজনের দলের প্রতিনিধি হিসেবে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ-পূর্ববর্তী সেই সংবাদ সম্মেলনে করেনি তারা। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে নিজের ভাবনা জানান গাভাস্কারও। “আমি জানি...