আর মাত্র একটা দিন। তারপরই জানা যাবে, কার হাতে উঠছে এবারের ব্যালন ডি'অর পুরস্কার। সোমবার প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে ঘোষণা করা হবে ব্যালন ডি'অর জয়ীর নাম। গেল আগস্টে সম্ভাব্য সেরাদের যে সংক্ষিপ্ত তালিকা দেওয়া হয়েছিল সেখানে আছেন লামিন ইয়ামাল, উসমান দেম্বেলে, রাফিনহাসহ আরও অনেকে। ব্যালন ডি'অর কে জিতেছেন ফলাফল গণনার পর সেটি আগে থেকে জানেন অল্প কয়েকজনই। এবার ব্যালন ডি'অর জয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদিনহো। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার নাকি মজা করে বলেছেন, 'ব্যালন ডি'অর কে জিতেছে সেটা আমি জানি। সে যেই ক্লাবে খেলে আমি সেই দলে খেলেছি।'...