এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে জয়টি দারুণভাবে উপভোগ করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ বলেন, ‘ওপেনার সাইফের দুর্দান্ত ব্যাটিংই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল। টি-টোয়েন্টিতে ৬০ রান একটি বড় স্কোর, আর ওপেনার যদি ৬০ রান করে তাহলে বোঝা যায় যে রান তাড়া করার ক্ষেত্রে দলের ভিত্তি মজবুত ছিল। এরপর হৃদয়, যার মধ্যে প্রচুর প্রতিভা আছে, সেও হতাশ করেনি এবং দ্রুত ৫০ রান করে।’ তিনি আরও বলেন, ‘হৃদয় অনেক বড় প্রতিভাবান একজন খেলোয়াড় এবং আমি আশা করি ও এভাবেই তার প্রতিভা কাজে লাগাতে থাকবে এবং দুর্দান্ত ইনিংস খেলবে। কারণ তার মধ্যে সেই ক্ষমতা, দক্ষতা এবং কৌশল আছে যা দিয়ে সে এমন ইনিংস খেলতে পারে। তাই ম্যাচটি উপভোগ্য ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ এবং চাপের ম্যাচ...