কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয় বারের মতো সুপারব্র্যান্ডস সম্মাননা পেয়েছে গাজী পাম্পস অ্যান্ড মটরস। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে সম্মাননা দেয় ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’। গাজী পাম্পস্ অ্যান্ড মটরস-এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন বদরুল আলম খান (গ্রুপ ডিরেক্টর), আশরাফ উদ্দিন (চিফ অপারেটিং অফিসার), মনজুর আহমেদ তালুকদার (ডিজিএম, একাউন্টস এন্ড ফাইন্যান্স), মোশাররফ হোসেন (ডিজিএম, সেলস্ অ্যান্ড মার্কেটিং), খালেদ রহিম (হেড অব এইচআর অ্যান্ড এডমিন), আবুল কাউসার মোহাম্মদ সালাউদ্দিন (এজিএম, সেলস্ অ্যান্ড মার্কেটিং), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (ন্যাশনাল সেলস্ ম্যানেজার) এবং হাসান হাসিবুর রহমান রিশাত (হেড অব ডিজিটাল মার্কেটিং)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী পাম্পস অ্যান্ড মটরস দেশের মানুষের ব্র্যান্ড যা দেশের পানি সরবরাহের মান উন্নয়ন,...