ঠিক এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। একই টুর্নামেন্ট এশিয়া কাপের মঞ্চে আজ (২১ সেপ্টেম্বর) ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঝের এই সাত দিনে অনেক কিছুই ঘটেছে। হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলা, এশিয়া কাপ বয়কটের হুমকি, এক ঘণ্টা দেরিতে আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামা- পাকিস্তানের ক্রিকেট সম্ভাব্য সবরকম পরিস্থিতিই দেখেছে। এতকিছুর পরেও হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটেনি। আজ দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করবেন কি না, তা নিয়েও আলাদা করে আগ্রহ আছে সবার। এশিয়া কাপের গ্রুপিং ও সূচি দেখেই বোঝা যাচ্ছিল, অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ চায় এসিসি। সেভাবেই দল ভাগ করেছে তারা। দুই ম্যাচের মাঝে প্রথমটি হয়েছে। দ্বিতীয়টি হবে আজ। সমীকরণ মিললে চলতি আসরে তৃতীয়বার মুখোমুখি হতে পারে দুই দল। যে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী রোববার, দুই...