ওয়াজ মাহফিলে সম্প্রতি একটি বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি ছাত্ররা সকালে মদ দিয়ে কুলি করে। এটা দেখে আর আমি ওখানে পড়িনি।’ তার এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্কও। এতে করে বিব্রত হয়েছে তার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আমির হামজা। কিন্তু সম্প্রতি তার বেশকিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দিলে জামায়াত তাকে সতর্ক করে বলে জানান তিনি। সেইসঙ্গে আজ রোববার (২১ সেপ্টেম্বর) ক্ষমা চেয়ে কখনো কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবেন না বলেও গণমাধ্যমে নিশ্চিত করেন আমির হামজা।এদিকে এই ওয়ায়েজিনের বক্তব্য নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রল...