পোষ্য কোটার পুনর্বহালের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ধস্তাধস্তিতে প্রভাব পড়েছে আসন্ন রাকসু নির্বাচনে। গতকাল সারাদিন ধরে উত্তপ্ত আন্দোলনের পর আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচারণায় নামেননি। গতকাল দুপুর থেকে আন্দোলনকারীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। রাতে উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত আপাতত স্থগিত ঘোষণা করে। তবে শিক্ষার্থীরা তা বাতিলের দাবিতে অনড় রয়েছেন। তবে পোষ্যকোটা পূর্ণবহালের দাবিতে রোববার সারাদিন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক রোকসানা বেগম বলেন, “আমরা কোনো অফিসে যাইনি; আজকে আমতলাতেই সারাদিন থাকবো। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল করতে হবে; আর যদি বন্ধ করতেই হয় তাহলে সব বিশ্ববিদ্যালয়েই বন্ধ করতে হবে।” সকাল...