বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার দুপুরে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে তিনি একথা বলেন। নাহিদ জানান, শেখ হাসিনা দলীয় প্রধান হওয়ায় জুলাই গণঅভ্যুত্থানে তার অপরাধ রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরও অপরাধ। সে কারণে দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত। শেখ হাসিনা বিচার ও জনগণের মুখোমুখি হওয়ার ভয়ে দেশ ছেড়েছেন বলেও দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘এই মামলায় এখন পর্যন্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে মামলা চলমান আছে, বিচারটাও হয়তো আসবে। কিন্তু আমি মনে করি, এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয়, এটা রাজনৈতিক অপরাধ। ফলে দল হিসেবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের সেই সুযোগ আছে।’ এদিকে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম...