কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন চাষী আলম। এই অভিনেতা অকপটে একাধিকবার জানিয়েছেন, সর্বত্র তিনি হাবু ভাই নামেই পরিচিত! রসিকতার সুরে এও বলেছেন, ব্যাচেলর পয়েন্টের হাবু চরিত্র এখন আমার নাম হয়ে গেছে। আমার বাবার দেওয়া চাষী আলম নামটা মুছে গেছে, এখন সবাই আমাকে হাবু ভাই হিসেবে ডাকেন। বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ প্রচার হচ্ছে। এর শুটিং সেটে চাষী আলমের সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘অমি ধাক্কা দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, বাকিটা আল্লাহর রহমত ছিল বলে সম্ভব হয়েছে। মানুষ ভালোবাসা দেয়, আমি এটাকে ব্লেসিং মনে করি।’ ব্যাপক তারকাখ্যাতি অর্জনের পরেও নিজেকে ‘তারকা মনে করেন না’ চাষী আলম। বলেন, তারকাখ্যাতি আবার কী, আমি তো তারকাই না।...