ভারতের জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’ এর বনরাক্ষস বা ভূষণের চরিত্র দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন দুর্গেশ কুমার, যিনি প্রথম মৌসুমে মাত্র এক দিনের জন্য শুটিং করেছিলেন। তাঁর সেই আড়াই ঘণ্টার দৃশ্য পরে দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। সিরিজ মুক্তির পর ভূষণের চরিত্র এতটাই জনপ্রিয়তা পায় যে পরিচালক দীপক কুমার মিশ্র ও চিত্রনাট্যকার চন্দন কুমার চরিত্রটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। দুর্গেশ জানান, ইন্ডাস্ট্রিতে সাফল্যের আগে তাকে বহু সংগ্রাম করতে হয়েছে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পাস করার পরও তিনি বছর পর বছর অডিশনের দ্বারস্থ হন, কখনও কাস্টিং ডিরেক্টরদের কাছে পা পড়েছেন, বারবার হতাশ হয়েছেন। এমনকি তিনি স্বীকার করেছেন, অভিনয় জগতে প্রতিষ্ঠা পেতে কিছু সফট পর্ন ফিল্মেও কাজ করেছেন। তিনি বলেন, “অভিনয় ছাড়া আমি থাকতে পারব না। যা...