ঢাকা: আবারও সরকারবিরোধী ক্ষোভে ফুঁসে উঠেছে এশিয়ার দেশ ফিলিপাইন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে ব্যাপক জনরোষে। শুধু সরকারের পদত্যাগ নয়, আন্দোলনকারীরা এবার দাবি তুলেছেন প্রশাসনিক কাঠামো ও প্রথাগত শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের।রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলার একটি পাবলিক পার্কে হাজার হাজার মানুষ জড়ো হয়ে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। “দুর্নীতির বিরুদ্ধে জবাব চাই” স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।আন্দোলনের মূল সূত্রপাত ৯৫৪ কোটি মার্কিন ডলারের এক বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প থেকে। অভিযোগ রয়েছে, এই বিপুল অর্থ কাগজে-কলমে ব্যয় দেখানো হলেও প্রকল্প বাস্তবায়নের কোনো চিহ্ন নেই। বরং অর্থ চলে গেছে প্রভাবশালী রাজনীতিক, সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারদের পকেটে। এর ফলে প্রতিবছর বন্যার মাত্রা ও ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে।জাতীয় জনগণতান্ত্রিক জোট (এনপিএ)–এর চেয়ারপারসন টেডি ক্যাসিনো বলেন, “বছরের পর বছর...